বহুদুর বহুক্রশ বহুপথ পেরিয়ে,
আজ এ পথিক বড় ক্লান্ত।
এতোদুর পেরিয়েও যেন মনেহয়,
পেরোয় নি সে কোন সুতমাত্র।
ছায়াবিথী জ্জ্বলে কিসেরও আঁচলে,
দূর কোনো কুয়াশার পরশ,
অতল সমুদ্রে দৃষ্টিগোচরে,
কোনো এক আশার কুপির আরশ।
পারিবে কি হায়, বাঁধিতে আমায়, কেউ!
সেই সে ছায়াময়তার ডোরে।
------------

৫২০, জোবেদা মঞ্জিল
ডেভিড কোং পাড়া, গাইবান্ধা ৫৭০০