আমি বিভ্রান্ত হোমো'স্যাপিয়্যান্স!
আমি ঘূর্ণি, আমি ঘুরতেই থাকি ততক্ষণ-
যতক্ষন ঘোরার কারন খুঁজতে থাকি।
অনির্ণেয় সে কারন ধরা দেয়না!
সুখের মতই ফাঁকি দেয় আমাকে!
আচ্ছা, বল্ না রে দুঃখ! কেন আমার সাথ দেয়না ও?
আমি উদ্ভ্রান্ত, তবুও কোন্ মানবীর তরে, পথেই চেয়ে রই!
আমি খুঁজি, আমি খুজতেই থাকি ততক্ষণ-
যতক্ষণে অচেনা ওমানবী আমার,
চাওয়া শেষ হলে আমায় আর চায়না কভুবা!
পদ্মমাটিটুকু ললাটে পুরে আঁকিবুঁকি আঁকি!
কিংবা একটু দেখি, তাঁকে শুকে,
ওমা একি!
পদ্ম তো আর আমার নয়, পদ্মটির জমিনে নাকি-
দার বয় অন্যকেউ, অন্য পদ্মসখা, আমি শুধুই চেয়ে রই, অযথা!
পাইনে কভু আর দারটি হাতে মানবীর মনে দার বাইতে!
আমার এপ্রান আর কত সইবে বল?
আচ্ছা, যাহোক, ভুলেই যাইনা! পদ্মকে!
শাপলা শালূক ই তো আমার, আমার নিজের প্রান,
বাঁজাতে থাকি না! এই প্রানে ততক্ষণ-
যতক্ষণ আছে!
==================
১২/০৮/২০১৬
ধান্মমন্ডি, ঢাকা
বাংলাদেশ