তোমার মুখ
বাড়ির পাশে পুকুরটার টলটলে জলের
পৃষ্ঠের মত

সমগ্র নীলাকাশ সেখানে

মনে হয় খরাতপ্ত এই হাত
ঈষৎ ঠান্ডা ঐ জলে ডুবিয়ে দেই

অথবা বুক পেতে ঝাপ দেই।