গোলাপ
গোলাপ হয়েছে
ব্যাকরণের প্রশংসা গায়ে মেখে,
বিশেষণ তাকে ক্রমাগত নিয়ে চলেছে ক্রমান্নয়ে অন্য ফুলের দিকে ?
যেদিন তার প্রথম প্রশংসা হয়েছিল
তার যে কোন অংশ
যে কোন ভাষায়
সেদিন ই সে হারাতে থাকে নিজেকে।
ডুবে যায় ভাষার গভীরে
বিশেষণের জালে।