আবার সুদিন এলো
সকালের তাজা মৃদু রোদের সাথে
ম্লান হিমেল পরশ

আমবাগানের
আলো ছায়ার খেলায়
নিচে ঘুমন্ত বিড়ালটির পিঠে
ম্লান তেজহীন রোদ

শিলাবৃষ্টিতে ফেটে যাওয়া
কলাপাতার নিচে
স্বর্ণলতিকার ফুলের সাদা পাপড়ির গায়ে
গতরাতের শিশির


সুদিনেরা এইভাবেই আসে বারবার
চলেও যায়

বুঝিয়ে দিয়ে যায় সে আসে

তবুও
বসে থাকি
সুদিনের আশায়

গ্রিলের ধারে

সুঁইফোটা বৃষ্টির চুম্বনেরা ধেয়ে আসছে
পুবের আকাশ থেকে