(১)
গোধূলীর আলো এসে ঢেলে পরেছে
বুকের ভিতরের নিথর বিষন্নতায়
ভাবি কেন দিন চলে যায়
কোথায় নিয়ে যায়
যায়ও যদি
কেন যায়
(২)
সবুজ ধানের চারারা আরো সবুজ হয়ে
পুকুরের পাড়ে যে বাতাস বয়ে নিয়ে আসে
সে বাতাসের যেন কোন ঠিকানা নেই
কিন্তু আহবান আছে
কোন কাল নেই
যেন সব সময়ের মিলিত স্রোতে
নিয়ে যায়
এই সবুজ বাতাসের নরম হাত