কখন যে হারিয়ে যায় সময়

সাড়াশব্দহীন

সংকেতহীন

জীবনানন্দের
সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতন

অপেক্ষার অভ্যাসে
সময়ের টানেলে ধাবমান

যেন বসে থাকি নৌকায়

ভেসেদুলে
চলে যায়

দুধারের দৃশ্যরা পাল্টায়

দৃশ্য পাল্টানোই যেন সময়ের কাজ

অথচ
যেন জন্মান্ধ হয়ে বসে থাকি নৌকায়

বুঝি না

......বেলা ফুরিয়ে গেছে নদীতটে

......গোধূলীর আলো পরেছে
স্রোতপৃষ্ঠে

......পাখিরা ফিরছে নীড়ে

.......দুধারের
সকালের সাদা ফুটা ফুল
ঝড়ে গেছে সন্ধ্যায়