মনে হয়
এই চৈতালি জোছনার রাতে
পালাই
রাস্তায় কেউ নাই
শব্দ নাই
কিছু নাই
যেন জোছনার পিছে জোছনা
তার সামনে আমি
সামনে জোছনা তারো সামনে জোছনাই
যেন জোছনার স্রোতে দৌড়াই
দৌড়াতে দৌড়াতে
হাঁটতে হাঁটতে
ক্লান্তিই যেন শ্রান্তি
এই তরিকায়
এই রাত্রির ভিতরেই
বহু বহু কাল হেঁটে হেঁটে চলে যাই