ম্লান হয়ে আসে
সকালের তাজা রোদ

নদী তটে
ঝাঁশঝাড়ে
গোধূলীর আলো এসে
ঠিকরে পড়ে

ফুরিয়ে যাওয়া দিনের
জানান দিয়ে যায়
ভাটিফুলের পাপড়িতে
দূর্বাঘাসের ডগায়

বন মাঠ থেকে
পাখিরা ফিরছে
বাসায়
দিন যেমন ফিরে যায়
আবার আসে

যেমন
মানুষ ফিরে যায়
বারবার শৈশবে

গোধূলীর লাল আলোটুকু
ফুরিয়ে যাওয়া
শীত-নদী স্রোতপৃষ্ঠে
প্রতিফলিত

রাত্রির আহবানে
দিন ফুরিয়ে আসে

তারপর

অন্ধকার

অন্ধকার

আর
এক টুকরো মায়াবী
জোছনা

চারদিকে ঘেরা
চাঁদের আলোর
আমবাগানের ছায়া

বেলা ফুরিয়ে গেছে
সূর্যের আলো মিশে গেছে

এই ছায়া ঘেরা
আবছায়া আধাঁরের
প্রলেপ মাখা
টুকরো জোছনায়