একদিন ভোরবেলা
ফজরের আযানের আগে

ফিনফিনে ঠান্ডা বাতাস

নাম না জানা
বেগুনী ফুলের পাপড়ি

ঝড়ে পড়া
খয়েরি
পাতাদের দল
বিচ্ছিন্ন

নির্মল
নিশ্চুপ
বাতাসের ডাক

ডেকে তুলে আমাকে

বিছানা থেকে

আহবান জানায়
লাল লাল ইটে পা রাখতে

তবুও
আমি ঘুম থেকে জাগি না

জাগলেও
সকালের সূর্য যখন
জানালা পেরিয়ে
মুখে

তারপর
অন্য যে কোন দিনের মতন
দিন চলে যায় রাতের আস্তরণে

তবুও
মাঝেমধ্যে ভোরবেলায়
হৃৎপিন্ডের ভিতরে
ভোরের পাখিটি ডেকে যায়


লাল লাল ইট রাস্তার পাশে
বেগুনি ফুল ফোটা গাছের ডালে
একলা একা পাখিটি
ডাকে-

আয় আয় আয়