তুমি যেখানেই যাও না কেন
ফিরে ফিরে আসো
তোমার বায়বীয় কেন্দ্রে
জগতের সব ভ্রমণ শেষে
গাছপালার সবুজ ঘ্রাণ চোখে নিয়ে
পাখিদের কিচিরমিচির শুনে
তুমি ফিরে আসো
তোমার বায়বীয় কেন্দ্রে
তারপর হাফ ছেড়ে জেগে উঠো
ঐ কেন্দ্রের খোলামাঠে
কেউ বলে উঠে তোমার মাঝে -
কেন শুনেছি পাখিদের গান?
কেন চোখে এই অনন্ত তৃষ্ণা?
কেন এইসব তৃষ্ণাদের আসা যাওয়া?
তারপর
দূরে ডেকে উঠে নতুন পাখি
অথবা পুরাতন পাখির পুরাতন স্বর
তবুও তৃষ্ণা
দূরে গাছের সবুজ পাতায় পড়ে
সেই পুরাতন সূর্যরশ্মি
এবং
চোখে আলোর ঈষৎ ঝলমলে মৃদু আঘাত
তুমি
কেন্দ্রবিচ্যুত আবার......