জীবন টা কেন অঙ্কের
মতো, প্যাঁচালো!
নিয়ম আর নিয়ম!
কেবল সুত্র ধরে এগিয়ে যাওয়া
যা কিছু আছে বা
হারিয়েছে
তাদের মান এক্স(x) বা
ওয়াই( y) ধরে,
শুধু কষে যাওয়া !
অঙ্কে আমি বরাবরই কাঁচা,
ও আমার মাথায় ঢোকে
না।
(এ)স্কোয়ের বিস্বোয়ের এর
যতসব সুত্র
ঘন্টা মিনিটের হিসাব,
সব ভুল করি!
মনে থাকে না।
ওদের আই. টেক. বি.টেক
করা মাথা গুলো দারুন
এক্টিভ
যেন সুত্রের বাক্স
লাভ ক্ষতির হিসাব করে
সুদ কষে
পি টি আর বাই একশ!
আমি পারি না!
বলেইছি তো
অঙ্কে আমার মাথা নেই
কিচ্ছু মনে থাকে না।
এই যেমন ওকে ভালবেসে
কত গজ কাছে এসে
কত ফুট দূরে গেছি,
কতটা ভালবেসে
কতটা ফেরত পেয়েছি
তার ঘনফল,
সব গুলিয়ে গেছে
গণ্ডগোল!
জীবন টা এখন কাটিকুটি
অঙ্কের
অগোছালো খাতা,
দিস্তার পর দিস্তা
কবিতার পর কবিতা!