একদিন আয়নার সামনে দাঁড়িয়ে ভীষন ইচ্ছা হয়েছিল,
নিজেকে খুব করে সাজাই,
কখনো কুকুর চামড়ায়!
কখনো ছাগল চামড়ায়!
কখনো শুয়র চামড়ায়!
আহ! এইতো বেশ মানাচ্ছে
লাল দুটো চোখ টকটক
নখগুলো কেমন কস কস করছে!
যেন তাজা চামড়ায় আঁচড় কাটলে
ক ফোটা রক্ত পড়লে
কস কসি- টা মিটে যাবে।
তারপর আঁচড় কাটি
কিন্তু কোথায় মানুষ!
কোথায় চামড়া!
সব তো মাটি!মাটি বোধহয়!