_______
"তোকে ছাড়া এতগুলো বছর
যে কি করে কাটিয়েছি!"
রাতের পর রাত জেগে,
বালিশে বুক চেপে
কেবল   গুমরে কেঁদেছি।
যেন তোকে ছাড়া,
এক মুহুর্ত চলবে না আর!
যেন তুই ছাড়া আর কেউ নেই,
কেউ নেই আমার।
আঁধার এ ঘরখানিতে
যেন তোকে,
কেবল তোকেই মানায় ভালো,
তুই প্রদীপ জ্বালা মশাল জ্বালা আগুন জ্বালা,
যাই কর না কেন! তবু তো তুই আলো!

তারপর অনেকদিন হয়ে গেছে
প্রদীপটাও গেছে নিভে -"চেয়ে দেখ!"
যেমন করে সবার দিন কাটে ,
আমারও কেটেছে,
রবি-শুক্র-শনি,একের পর এক।

তখন পথের ধারে গোলাপ চারা দেখে ঠাই বসে রইতাম,
"হচ্ছে তো হলই বা অল্প দেরি"
এখন সেই চারা টা উপড়ে ধরে
উলটো করে, পুঁতে ফেলতে পারি।

কারন কষ্টগুলো সব সয়ে গেছে
জোয়ালে খাপ খাওয়ার মতো!
বুকের চামড়াটা পুরু হয়ে
মাংসটা শক্ত হয়ে,
লাল থলথলে রক্তটা জমাট বেঁধেছে,
আলকাতরার মতো!
আবার আসিস ফিরে!
যদি পারিস!
হাতুড়ির মতো ভোতা প্রেম দিয়ে
পেরেকের মতো ক্ষুরধার মিথ্যাগুলোকে,
গেঁথে দিস!
আমার বুকে!
দেখবো, এবার কফোটা রক্ত ঝরে!