তোলা থাক হৃদয়ের কৌটোটা, কাউকে দেবো না !
চাইলেই দেবো না, সুখের বেফায়দা আবাস আমার চাই নে
অবিশ্বাসের বিশ্বাস আমায় গ্রাস করুক তাও আমি চাই নে
সময়ের লেনাদেনায় ইচ্ছে করে ঠকতেও আমি চাই নে
হৃদয়ের লৌকিকতায় গড়তে চাই নিজস্ব আঙিনা ।
হৃদয়ের সুস্থতায় দরকার সঠিক পরিচর্যা !
অহেতুক ভালোবেসে অপরাধী হয়ে থাকতে চাই নে
যন্ত্রণার শিকল পরে মুখে হাসি ফুটিয়েও থাকতে চাই নে
শুধু শুধু বুকে জমিয়ে রাখার মত কান্নাও আমি চাই নে
সুখ দেখিয়ে যদি খিলখিলিয়ে হাসবো
তবে দুঃখ দেখিয়েও হাউমাউ করে কাঁদবো
হাসি এবং কান্নার সমাধিকার আমি দিতে চাই ।
হৃদয়ে পুষে রাখা ভালবাসার নিরাপদ আবাস চাই
ছলাকলায় ভেঙ্গে যাক হৃদয় তা আমি চাই নে
নিষিদ্ধ ছোঁয়ায় পাপ জমুক তাও আমি চাই নে
কারো যন্ত্রণার কারিগরও হতে আমি চাই নে
ভালোবাসা পেয়ে যদি আমি সুখ পাবো
তবে ভালবাসা দিয়ে প্রয়োজনে আমি দুঃখ নেবো
ভালবাসার মাপকাঠি হবে দুটি হৃদয়ের আদান-প্রদান ।
হৃদয়ের জন্য চাই সঠিক মনের আস্থা
আস্থাশীল ভুল পথের মন আমি চাই নে
আস্থাহীন সঠিক পথের মনও আমি চাই নে
হৃদয় হোক প্রতারিত তাও আমি চাই নে
আস্থাশীল সঠিক মনে যদি পাই সুখ
তবে নিতেও রাজি আমি সেই মনের দুখ
তবুও হৃদয় পাবে নিজস্ব এক আবাস।
অতঃপর হৃদয়টাকে অলৌকিকতায় ছেড়ে দেবো !
কারণ সেখানে আর হারাবার ভয় নেই
হৃদয় উড়বে নিজস্ব সাজে মুক্ত বুকের আকাশে
সাজাবে সূর্য, চন্দ্র, তারা, নক্ষত্রের শোভায়
কেড়ে নেবে সুখ দুঃখ যখন-তখন ইচ্ছেমতন
ঝরাবে বৃষ্টি উভয়রকম, লাগবে যখন হৃদয়ের যতন !