আজ বহুকালের রঙ- আলো থেকেও নেই
অনেকে 'অন্ধকার যুগের' ইতিহাস বলে
আমি তো দেখি তা এখনো বিলুপ্ত হয়নি !
আরো পাই এরও পূর্বের বিষাক্ত বিলীন ঘ্রাণ
তোমরা যাকে 'আদিম' বলে অতলে হারিয়ে দিয়েছো ।
সময় আজ বড্ড একমুখো
সে সঙ্গ নিচ্ছে হায়েনাদের
সেখানে নাকি বেশ আমোদ-
রক্তে-মাংসে খেলার হিংস্র স্বাদ ।
নিঃস্বে আজ হয়েছে চোখ পাথর
হৃদয় হয়েছে দগ্ধে বিপরীত নিথর
কাদের জানো ?
যারা পৃথিবীকে নির্মল প্রাণ দিতে চেয়েছে
নিজেদের বন্দি রাখতে চেয়েছে পুষ্প উদ্যানে
ওরা আজ বেরিয়ে পড়ছে-
পুষ্প তো মৃত্তিকা সুখে ঘ্রাণ ছড়ায়, রক্তে নয় ।
এখন স্বপ্ন দেখে না কেউ
তাতে নাকি বিষ মলাট-
দুঃস্বপ্নে রূপ নেয় পূরণে ।
তাই এখন,
নিঃশ্বাস ভারী আকুতি শুধু
একটি দিন বেঁচে থাকার-
নিঃশব্দে, নীরবে-
শেষ স্বাধীন নিঃশ্বাসে বেঁচে যেতে ।
কেন জানো ?
তারা এখন অভ্যস্ত যে কোন দৃশ্যে-
হোক তা অতীবয় ভয়ংকর কিংবা সহ্যে শাণিত ।
দৃশ্য মঞ্চায়নে নেই কোন পর্দা
নিরবচ্ছিন্নে চোখ তার অংশ হয়ে গেছে ।
এখন আর কেউ বলে না ছিঃ কী ঘৃণা !
সেকেন্ড হয় না ক্ষয়, ওরা ভুলে গেছে
তাই একদিন বেঁচে থাকায় হয় তাদের তিক্ত সুখ !