দুয়ার খুলিয়া, হৃদয়ে মাখিয়া
সন্ধ্যার রঙ্গে সাজিয়া
নাচি যাওরে ইচ্ছে মাঝে
দুঃখ নাই আজ
ভয় নাই আজ
আওয়াজ করিয়া যাওরে
বিরামহীন পথে
দাঁড়িয়া বিরাজমান
আসমান জমিনের সঙ্গে....
চোখের আলোয় দৃষ্টির অক্ষে
রংধনু ছাপায়ে যাও বক্ষে
তোমার আছে আজ
শুধু একমুঠো সাজ
নীলাভ গায়ে ধূসর রঙ্গে
হও মাতাল বৃষ্টিতে....
আঁধারে নামাও বাতি
জোনাক তোমার সাথী
ঝিঁ ঝিঁ পোকার দলে
শিখে নাও বীণ
ঘুমন্ত পাতার গায়ে
হও উদ্দশ্যহীন....
হৃদয় বানাও পুরনো হৃদয়ে
বিগত অনুভবে নির্লিপ্ত বক্ষে
উড়াও নিঃসঙ্গতা,
আকাশের বুকে
সূতো কেটে ভুলে যাও
ঘুড়ির কথা ।