ফুলগুলো ঝরে গেল- বেশি তো হয়নি ফুটেছিল !
ক্ষণজন্মা এই ফুলের যেন পাপড়ি ছিল না
কিন্তু অফুরান নেশামাখা ঘ্রাণ ছিল-
এখনো খুব খেয়ালে পঞ্চেন্দ্রিয়ের শ্রম ।
এতো কীসের প্রেম হয়েছে এদের নেশায় ?
যেন প্রতিটি ফোঁটায় ফোঁটায় অসুখী মাখামাখি !
কত করে বলেছিলাম- তোমরা কে ?
তারা কোন কথা বলেনি- শুধু ঘ্রাণ বিলিয়ে দিয়েছে ।
যখন ফুলগুলো শৈশবে-
বাঁধন ছিড়ে পড়ে যেতে চাইতো
আহ্লাদি দুষ্টমিতে মাততো
অভিমানে কেঁদেকেটে হয়রান
আনন্দে খিলখিলিয়ে অগোছালো
কতই না তুলতুলে আদুরে ছিল
ইচ্ছে হত স্নিগ্ধ কপোলটা টেনে-
একটা নরম চুমো কশিয়ে দেই !
কিন্তু ঝরে যাওয়ার ভয় !-
তাই অপূরণই রয়ে গেলো ।
খুব হঠাৎ করেই তারা পুরনো হয়ে গেল
স্নিগ্ধতা ঢেকে মরিচিকায় রূপ নিলো
যেন 'সময়' পেয়েছে মৃত্তিকার মায়া !