নিক্ষেপ করা হলো আমার পুরো শরীর শিকলবন্দী করে
শেষোক্ত নির্যাস কেড়ে নিতে প্রেমভুক্ত নগরীর নিশ্বাসে
হানা দিলো কিছু কর্কশ আওয়াজ যন্ত্রণা কারিগর সেজে
হৃদয়ের শিরায় অজস্র বর্বর ঘা উত্তমরূপে বসিয়ে দিতে
এই শেষ নিরীক্ষা অবশিষ্ট কোন নির্যাসের সন্ধান পেতে ।
আদপে শূন্যের মাঝ বিন্দুতে হৃদয় কুক্ষিগত এক দৃষ্টিহীন মরুভূমির কাছে...
এমন কোন সংবাদপত্রের খোঁজ পাওয়া যায় নি
যেখানে আমার শিরোনামে কিছু অর্থহীন যন্ত্রণা প্রকাশ হবে
যেখানে নিরপেক্ষ কলামিস্ট আমার আঁধার রহস্য পুঙ্খানোপুঙ্খ বিশ্লেষণ করবে ।
কোন এক সমুদ্রক্ষণে
হৃদয় অস্থিমজ্জার সমস্ত শিকল একে একে ছিঁড়ে
ক্ষত বিক্ষত হৃদয়ের দেহটুকু বহন করে
অজস্র তির্যক আলোকবর্ষ উপেক্ষা করে
প্রেমভুক্ত নগরীর ক্ষণিকের জলে ভিজে বোধহীন মহাশূন্যে ভেসে রইলাম ।
অতঃপর, না ফেরার নিষিদ্ধ পত্রে প্রতিজ্ঞাবদ্ধ দস্তখত গ্রহণ করে
হৃদয়ের দেহে ক'ফোঁটা আলো পুরে একটা নিজস্ব আবাস গড়ে দিল অদেখা অহংকারী ।
আর সেই প্রেমভুক্ত নগরী এখনো-
রাতের আবেগী অনুভবে আমার প্রেমে মাখে,'দেখো ! ঐ তারাটা কত উজ্জ্বল আলোয় মিটমিট করছে !'