কন্ঠ কখনো নিস্প্রভ, মৌন
যে কন্ঠে গøানি, সেটি গৌন,
কন্ঠে কাপে বিশ^ সংসার
কন্ঠেই শক্তি কঠিন পথ পার হবার।
চুপ করে থেকে সব শেষ হয়
কথা দিয়ে করা যায় সব জয়,
আড্ডা, গল্পে, গানে, কথা হয়- কথাই প্রাণ কারে
কথা দিয়ে কত মন ভাংগে?
কথায় প্রকাশ হয় বিস্ময়,
কথা প্রকাশ করে নির্ভয়?
ভয় করে সানিত কে ঘৃনিত
নির্ভয়ে কাজ হয় সমৃদ্ধ।
কন্ঠেই সবটুকু শক্তি
কন্ঠে ছাড়া কই মুক্তি?
কথা এক বিশাল শিল্প
এর আসলে নেই কোনো বিকল্প।