তুমি যা চাও আমি তা নই
আমি যা চাই তুমি তা নও,
তবু দু’জনে বাঁধা পড়ে আছি
নিত্য রয়েছি খুব কাছাকাছি।

তুমি যে পথ দিয়ে হাঁট
আমি সেদিক দিয়ে যাই,
আমি যেদিক দিয়ে ফিরি
তুমি সেদিকে ফিরে চাও।

তুমি যা কও আমি সই
আমি যা ভাবি, তুমি বোঝো -
আমি আমার মতো কই
তুমি তা শোনো বা না শোনো।

এমনি করে নিজ্ ঘোরে  
নিজেদের দৈনন্দিন খেলা
তোমার আমার সংসার
রাগ, ক্ষোভ, সুখ-দুঃখের মেলা।

দিন কেটে যায় সংসারে
এই নেই, ওই নেই করে করে
চাওয়া-পাওয়া পালা করে করে বদলায়
দিন যায়, মাস, বছরও কেটে যায় ।