ওগো প্রিয় পথ চলায় একটু থামো, একটু ফিরে দেখ,
জীবনের লেনদেন সীমাহীন, অনন্তকালের তো নয়,
একদিন সব শেষ হয়, একা চলে যেতে হয় নিরবে
যেন কেউ কারো নয়।
জীবন একটি বোধ -
শান্তি পাবে যদি,
চেতনে ক্ষমা, মানবতা শুধু রেখে
দূর করা যায় হৃদয়ের যত ক্ষত, ক্ষোভ আর ক্রোধ।
ও গো প্রিয়, মনের জানালা খুলে একটিবার চাও
এ ধরা অসীম হাতে কি দারূণ রূপ নিয়ে
সাজিয়েছে বেলা, কোনো কারণে করো নাকো একে হেলা
গভীর নিঃশ্বাসে বুক পেতে শিতলতা টুকু লও
কান্তি ফুরাবে।
দূরের আকাশ হচ্ছে মেঘে মেঘে কালো
মনের আলোয় ইকটু কাছে টেনে লও
যাদের ভালোবাসো,
হদয় জুরাবে।
রাগে অভিমানে কাছের কারুকে দূরে ফেলে রেখ না
নইলেই পস্তাবে।
কেউ আগে কেউ বা পরে
তবে যাবার বেলায় একাই যেতে হবে।