কি তীব্র সুখ জাগানিয়া ঘ্রাণ,
হালকা ক্ষতে যেন হঠাৎ লাগল টান
হারিয়ে গেল বুঝি প্রাণ,    
এত ভালো লাগে কেন?