আরো একটি স্বাধীনতা দরকার-
যে স্বাধীনতা এলে পরে সে দেশের - স্বাধীন মানুষ না খেয়ে ঘুমাতে যাবে না আর,
অভাবের তাড়নায় স্কুল ছাড়তে হবে না,
বড় লোকদের জি¦ হুজুর, জি¦ হুজুর করতে হবে না,
কাজের খোঁজে এ দুয়ার ও দুয়ার ঘুরতে হবে না।
যে স্বাধীন মানুষকে ভাবতে হবে না, সে কোন দল?
কোন দিকে পাল্লা ভারী?
কোথায় গেলে লাভ?
কোথায় গেলে ক্ষতি?
যে দেশের স্বাধীন মানুষ
নির্ভেজাল ভাবতে পারে,
নিজের মতো বাঁচতে পারে,
নিজের মতো লিখতে পারে, বলতে পারে,
ইচ্ছে হলেই জানতে পারে, শিখতে পারে।
কিভাবে এ যুদ্ধ হবে, কার দুয়ার রুখতে হবে, কার মাথা ভাঙতে হবে
জানি না কিভাবে এ মুক্তি, কোথায় গেলে এ মুক্তি, কখন কিংবা কবে।