তন্দ্রাময়ী,
ঘুম থেকে ওঠো, বড় বেলা হয়ে এল,
ফুলের মতন দুচোখ এবার মেলো।
সেই যে কখন চাঁদ ফিরে গেছে ঘরে,
কেন তবে তুমি এখনও ঘুমের ঘোরে।
কান পেতে শোনো ডাকছে তোমায় ঊষা,
কেটে গেছে সব বেদনা ভরা কুয়াশা।
এখন ঘুমোবে আছে যত রাতপরী,
তুমি তো আমার প্রভাতের সহচরী।
পৃথিবী এখন আলোর গন্ধে ভরা,
ওই যে উঠেছে পূবাকাশে শুকতারা।
আলোর চমক শিশির-ভেজা পাতায়,
পাখির কূজন গাছের প্রতি শাখায়।
পালঙ্ক পাশে রয়েছি আমি দাঁড়িয়ে,
ঘুম ভাঙতেই ধরবো গলা জড়িয়ে।
ভৈরবীর সুরে ভাঙন ধরাবো ঘুমে,
ভাঙন ধরাবো ললাট কপোল চুমে।