একটা ছেলের কাঁধের ঝুলিতে অনেক স্বপ্ন ঠাসা,
হয়ত পূরণ হবে কোনোদিন- বুকের ভেতর আশা।
ছুটতে সে চায় সময়ের সাথে, পারে না মেলাতে গতি
থামে না তবুও, দেয় না কখনও চলার পথে বিরতি।
ভাগ্যের রেখা নিয়ে যেতে চায় গন্তব্যের দিকে,
যেন কোনো এক সুকোমল হাত, হাতছানি দিয়ে ডাকে।
চলার পথের প্রতি মোড়ে মোড়ে মাইল্-ফলকে লেখা-
''জীবন মানেই হেঁটে চলা আর চলতে চলতে শেখা।''
জেনে রাখো ছেলে, এই পৃথিবীতে সস্তা কিছুই নয়,
সুখ কিনতেও মোটা অঙ্কের মূল্য চোকাতে হয়।
স্বপ্নের তরে বাঁচতে চাওয়া হয়ত এখানে পাপ,
আশা যদি থাকে আশীর্বাদের, পেতে হবে অভিশাপ।
এই পৃথিবীতে প্রতিদিন চলে স্বপ্ন ভাঙার কাজ
ঘুমোয় না যারা, দেখে না স্বপ্ন, এখানে তাদের রাজ।