সকাল বেলায় বিছানায় শুয়ে
এ-পাশ ও-পাশ ক'রে
সময় যখন কেটে যায় ঢের
উঠি ধড়মড় ক'রে।
শেষ দুপুরের নিস্তেজ রোদ
আমার কানের কাছে
নীচু স্বরে বলে,"বেলা শেষ হতে
অনেক সময় আছে।"
সন্ধে বেলায় অস্থির মন
এ-দিক সে-দিক ছোটে
সময় কাটাতে হাজার রকম
ফন্দি-ফিকির আঁটে।
রাতের বেলায় বিছানায় শুয়ে
হা-হুতাশ করি কত
আজকের দিন কেটে গেল সেই
আগের দিনের মত।