এভাবেই বসে থাকো আমার সম্মুখে
সময় আপন বেগে বয়ে চলে যাক
তোমার সমস্ত কাজ তুলে রাখা থাক
তুমি শুধু চেয়ে থাকো আমার দু'চোখে
নাই বা এলো কোনও কথা- মনে কিংবা মুখে
সব কথা আজ নীরবতায় হারাক
আঙুল-আগার স্পর্শ ভাষা খুঁজে পাক
তারপর নামুক সন্ধ্যা পৃথিবীর বুকে
কতক্ষণ বসে আছি- সে হিসেব ক'রে
লাভ নেই কোনও তাই করো নাকো আর
আমাদের দুজনের সামনে আছে প'ড়ে
জীবন সমান পথ একত্রে চলার।
তুমি আমি হেঁটে যাবো আরও বহু দূরে
বাগান-বিলাস-ছাওয়া সেই পথ ধ'রে।
(উৎসর্গঃ যূথীকে)