কবিতার আসরের প্রথম সারিতে
বসে ছিল যেন এক সাক্ষাৎ কবিতা
সকৌতূহল দৃষ্টিতে, অলস ভঙ্গিতে
যার সামনে মিথ্যে ছিল সব কাব্যিকতা।
ছন্দের বাঁধনে বাঁধা বেণীর বাঁধন
গভীরতার রূপক তার দুটি চোখ
সেই চোখের দৃষ্টিতে তীব্র আকর্ষণ
সম্মোহিত হতে পারে গোটা বিশ্বলোক।
একটা শব্দ খুঁজতে হবে সারা অভিধানে
যার মাঝে থাকবে এক মধুর ঝংকার
আর তার হতে হবে খুব শক্ত মানে
তবেই সম্ভব দেয়া বিবরণ তার।
যে-কবিরা দেখল তাকে বুঝলো সবই বৃথা,
তার পায়ে সঁপে দিল কবিতার খাতা।