এই পৃথিবী থাকার জন্য খুব সুবিধার নয়,
বিদায় নিলে তাড়াতাড়ি, তবেই ভালো হয়।
কী প্রয়োজন হাজার বাঁধন-শাসন মেনে চলা,
কী প্রয়োজন একঘেয়ে এই জীবন-মরণ খেলা।

ছুটতে হবে সবার সাথে; ইচ্ছে না থাকলেও,
হোঁচট খেলেও পেছন ফিরে দেখবে না তো কেউ।
কেউ দেবে না পরশ তোমার ফোস্কা পড়া হাতে,
একলা রাতের অন্ধকারে জাগবে না কেউ সাথে।

যখন তুমি বিশ্ব জিতে আসবে ফিরে ঘরে,
বলবে সবাই কুঁচকে ভুরু-"ওরম সবাই পারে"
উনিশ যদি মনের ভুলে বানিয়ে ফেল কুড়ি,
শুনতে হবে অনেক মধুর বাক্য ঝুড়ি ঝুড়ি।

চোখের জলের শেষে যখন পাবে সুখের আঁচ,
বিনা মেঘে তোমার মাথায় পড়বে তখন বাজ।
বুঝবে না কেউ, খুঁজবে না কেউ, তোমার মনের খোঁজ,
তার চে' ভালো- নিজের মাঝেই নিখোঁজ থাকো রোজ।