কোন নিরালায় সুদূর দেশে
আমরা দুজন এলাম শেষে
পথের ক্লান্তি পথেই ভুলে
রইবো নীরব তরুর তলে।
চোখের সাথে চোখ ঠেকিয়ে
হাতের ওপর হাত চাপিয়ে
অনন্তকাল থাকব বসে
নিজের সাথে, তোমার পাশে।
তোমার চোখে বাক্য ঝরে
শুনব যে তাই নয়ন ভরে
হয়ত হঠাৎ বলব কিছু
তোমার কথার পিছু পিছু।
ডুববে রবি, ফিরবে শশী
বাজবে কানে তোমার হাসি
ফিরতে তুমি চাইবে যখন
প্রেমের দোহাই দেব তখন।