ঐ শোন দূর পবনে
কুহুকেকা ডাকছে বনে,
হারা নিতি শোক বিথানে।
তোমার ব্যথা,বাজছে সেথা
দূর আলয়ে সন্ধ্যা বনে।
সাঁঝের মায়া পড়ছে ঢলে
ঐ দেখ তার পূব গগনে।
মাতাল হাওয়া ঝড় তুলে হায়!
নিঝুম রাতের ডাক শোনা যায়।
অস্তপারের সন্ধ্যা তারা,
পুবের শশী পুবের হাওয়া।
কাতর শোকে বইছে জানি,
দারুণ কাহার করুণ বাণী!
উতাল শোকের টানে।
দূর আলয়ের সন্ধ্যা বনে,
পুব গগনের বানে।