বসন্তের মত আসি, দোলাও মনের পাঁজর
সুখের মাতমে ভাসাও তুমি, সুখ সুধাকর
স্ব-সুধাতে রচিয়াছ সুখ পরি-কর
কত জনা তব সাধে বাধেঁ নূতুন ঘর
কত জনে তব টানে আনে কত স্বর
কত জনে তব দ্রোহে ভাঙ্গে আপন ঘর
কেহ পায় সুখ মনে, কারো ভাঙ্গে বুক
ভাঙ্গা তবু শুনি, ধ্বনিত নূপুর ।
প্রেম তবু আসে বারে মনের দুয়ার
গড়িয়া ভাঙ্গে সে,করে চুরমার
প্রেমের মহা প্রলয়ে ভাঙ্গে মনের দুয়ার
প্রেম নিষ্ঠুর মায়াবতী আসে বারবার ।
একবারি গড়ে সে, ভাঙ্গে বারংবার
অকূল শোকের বান বয়ে যায় মনের দুয়ার।