প্রথম যেদিন বুকের প্রেমটি করিনু তব দান
আত্ম সুখে নাচিয়া উঠিল,তব আত্ম ভোলা প্রাণ
ধ্যায়ানে আসিল আপন প্রিয়,কন্ঠে প্রেমের গান
অসীম সুখে বুক ভরিল, তব চির শূন্য প্রাণ।
সেদিন বুঝিনু, প্রেম তাহারে করিয়াছে কত আপন
আপন তাহারে দূরে ঠেলিয়া, বরণ করিছে মরণ
প্রেমে তাহারে পাগল মানিল, মাতালেরি ধরুণ
আপন তাহারে সপিল মম,আপনি চাহিয়া করুণ
ষোড়শী রূপ ফুঁটিয়া উঠিল, চিবুকের তিলে দারুণ
আপন কেশই ছুটিয়া চলিছে,চুমিতে তাহার চরণ
কালো কেশেই ঢাকিয়া চলিছে,আপন সোনার বরণ
প্রেমে তাহারে পাগল শোধালাম,আত্মভোলা মন
কৃষ্ণ কেশে ধূলি সরাল,মম কৃষ্ণ বরণ চরণ
আমার বুকের সুখ সাধিতে,বুকে মানিত মরণ।
তাহার ব্যথায় কাঁদিয়া উঠিছে, আত্মহারা প্রাণ
নিশিতে মোরে বাঁধিয়া রাখি,মম আত্ম অভিমান
কবে আসিয়া, সারিয়া তুলিব রুগ্ন-শোক্ন প্রাণ
যেথায় আসিয়া জমাট বাঁধিছে,হাজার অভিমান।