শিয়া সুন্নী বিভেদ ভাজন
দেখ্; মরিতেছ মানুষ রতন
কবে বুঝবি? মানব বেদন
তোর বিবেক দেখি ঐ অচেতন!
কেন ?দাড়ি টুপি জুব্বা নতুন
চিত্তে জ্বলায় ভয়ের আগুন;
কেন? মৌলবাদীর হিংসা রোষণ
জনমনে করছে পোষণ
কোথায় ?রে তোর ইসলামের'ই সোনার পরশন
সুনামটাকে করলি মিছে, তোর মিথ্যে আচারণ!
মিথ্যে ও তোর ভন্ডাচারী
দেখবি কবে? বিবেক হেরি
তোর সব্যসাচী নীল গোঁড়ামি
দেখ্ ভন্ড, হাসছে আমার জগৎস্বামী
হিন্দু বৌদ্ধ জৈন খৃস্টান
দেখ্ তাহে ঐক্য -ঐতান
তাদের ভ্রান্ত ভরা বেদ-বিদান
নেই তাহে ভ্রম উপাখ্যান।
শিয়া সুন্নীর আল্লাহ মহান
কালিমাতেও একি বয়ান
বিভেদ ভুলে দাও অবসান
শিয়া সুন্নী নয় ব্যবধান ।
কিসে 'ই? কর বিভেদ ভাজন
ঐ খোদার সৃষ্টি সকল স্বজন
তাহার কাছে নাই ব্যবধান
হিন্দু কিংবা বৌদ্ধ খৃস্টান
কর্মে তাহার বলবে মহান
হিন্দু কিংবা নয় মুসলমান