কবি- ঝিঁঝিঁ পোকার কতক আলো
নিবিয়ে তব মন ভরালো,মন ভরালো,
তব হৃদ মাঝারে আচঁ লাগালো
নিরুপমা -বিরহকে ভালোবাসো কেন?
তব হৃদয় আঘাত ঘুচিবে কি হেন?
কবি- ঐ শোন ডাহুকের কান্নার বাণী
রজনী আঁধার হয়ে বহিছে তার গ্লানি।
নিরুপমা- বিরহ মধুর হল আজি এ রাতে
- নিশি ফুরায়ে যাবে তব আঁখি প্রাতে
যুগে যুগে কতবার আপনারে দহিব আর
ফুঁটাইবে কত তার হৃদয়ের ব্যথা ভার
- থাক থাক ব্যথায় বাড়ে ভার
- এসো দুজনে মিলে যায় ,ব্যথা তার
সয়ে যায়,সয়ে যায় আপন ভারে
তব আপন জ্বালায়, দহিব হৃদয়
দহিব মম, তব আপন শোকে।