বন্দীশালায় আর বাজে না ,বন্দিনীদের গান
বন্দি হয়ে মরছে কুড়ে , বন্দীদশায় প্রাণ
শাসক রুপে শোষক তারা, শোষণ তাহার বল
রক্তচোষা ,অত্যাচারী মজুদদারি ছল !
দাবানলে পুড়ছে কারা ? বিবেকবানের বল
অগ্নি দাহে সয়ছে যারা রক্তচোষার ছল
দহন দাহে'ই সঞ্চারিছে বুকে'ই নতুন বল।
আজ কাহার তরুণ বুকে দাবানলের অগ্নি জ্বলে
সাগর গিরি আকাশ তলে, কাহার ব্যথা উঠছে ফুলে?
শোষক শ্রেণীর গড়া দেয়াল, শোষিতদের করছে বেহাল!
ব্রিটিশ ধাঁচে ঘুরছে শেয়াল নাম হল তার রাঘব বোয়াল,
ঐ দেখ্ আজ চোয়াল জাগে নজরুলের ঐ বিদ্রোহী তাল!
বঞ্চিতদের ঘুম ভেঙ্গেছে টুটবে এবার রাঘব বোয়াল
দাবানলের অগ্নি বুকে, দুখুর গীতে জাগ'ল চোয়াল।