যাবে না-যাবে না বলেই তো অনেকেই চলে যায়,
এ যেন এক কপটতা লুকানোর অভিপ্রায় ;
মাঝি কেন গান গায়-বসে কোন নৌকায়-খালি গলায়?
আজ গঙ্গায় তো খেয়াতরী ভাসেনি-জেলেরা তো জলে নামেনি;
যারা চলে গেছে তারা কি আর কখনও ফিরে আসেনি?
কবি কেন ছন্দ মেলায় শব্দ ছাড়া কবিতায়?
শব্দ'রা জানে এ কেমন আকালের দিন,
বেঁচে থেকে চেয়ে চেয়ে দেখো -
হিংস্র হায়না কিংবা শকুনে মরা মানুষের রক্ত;
অভাবের বাজারে কবিতা'রা আজ বাজেয়াপ্ত।