বাতাসে আজ লাশের গন্ধ,রক্তাক্ত রাজপথ যত প্রিয়জন হারানোর বেদনার ক্ষত -
পোড়াচ্ছে-
ধুর কিচ্ছু করতে পারছি না ছাই;
সেদিন বিশ্বজিৎ,আজ আবরার,কাল আপনি - আমি ;
খাদিজা,তনু-নুসরাত ভুলে যেতে বসেছি-
আইনের চোখে কালো কাপড়,
ভাই ক্ষমতার খুব তোড়জোড়,
দেশ উন্নয়নের জোয়ারে ভেসে মরে যেতে ধরেছে ভাই-কেউ কি সে খবর রাখে?
দেশ স্বাধীন শুধু জাতীয় সংগীত পরিবেশনের বেলায়-
আর তো কোথাও দেখি না ছাই;
দিনে দিনে জনসংখ্যা বাড়ছে,মানুষ কমে যাচ্ছে -
প্রতিনিয়ত চাটুকার, দালাল,সন্ত্রাস জন্ম দিচ্ছে মৃত বাংলাদেশ-
গলাটা টিপে দিচ্ছো না কেন ভাই?
কে দিবে?
বিড়ালের গলায় ঘন্টা বাঁধার দায়িত্বটা যে বড় বিড়ালের হাতে!
কালো কাপড় পড়ে দর্শক ভুমিকায় আইনের প্রহসন।
কাল আরেকজন বিশ্বজিৎ, পরশু আরেকজন আবরার-
একদিন এভাবেই গলা টিপে মৃত্যু হবে একটি  বাংলাদেশের-
আর তার নাম হবে মৃত বাংলাদেশ।

[ বি দ্র: আবরার হত্যার পর লিখেছিলাম কবিতাটি।]