দীর্ঘ আট বছর দেখি না তোমায়,কেমন আছো?
আমাকে কি ভুলে গেছ?
খুব জানতে ইচ্ছে করে -
ভালো থাকব-বলে গিয়ে কি সত্যি ভালো আছো তুমি?
খুব জানতে ইচ্ছে করে-
আচ্ছা তুমি কি এখনো নীল টিপ পরো?
চোখে কাজল দিয়ে কি এখন অন্য কারো জন্য অপেক্ষা করো?
খুব জানতে ইচ্ছে করে আমার-
টোল পড়া গাল'টায় কি এখন অন্য কারো ঠোঁটের আচঁ?
কাজল কালো তোমার ঐ কেশের মাতাল সুবাসে কি অন্য কেউ আত্নহারা এখন?
খুব জানতে ইচ্ছে করে-
আচ্ছা,রাঙা গোধূলিতে তোমাকে যে রোজ কবিতা শোনাতাম-মনে আছে তোমার?
এখন কি অন্য কেউ কবিতা শোনায় তোমায়?
খুব জানতে ইচ্ছে করে -
হঠাৎ কেন চলে গেলে,আমার ভালোবাসায় তো কোনো খাদ ছিল না?
যাওয়াটা কি খুব জরুরি ছিলো?
খুব জানতে ইচ্ছে করে আমার -
আচ্ছা,বিদায় লগ্নে কি তোমার চোখে পানি এসেছিলো?
কেঁদেছিলে কি সেদিন?
খুব জানতে ইচ্ছে করে -
এখন কি তুমি আমায় ছাড়া অনেক সুখী?শুনেছি মস্ত বড় অট্টালিকায় থাকো।
আচ্ছা উঁচু দেয়ালে কি প্রেমের মুগ্ধতা বেশি?
খুব জানতে ইচ্ছে করে-
তুমি বড়ই স্বার্থপর,নিজে মায়াজাল ছিড়ে বেরিয়ে গেলে-অথচ আমায় শিখিয়ে গেলে না।
তাই তো যেখানটায় রেখে গিয়েছিলে আজও সেখানেই পড়ে আছি।