মায়াবী নক্ষত্রের রাতে ঐ আকাশে
একফালি চাঁদ যেন জানালার পাশে।
আজ চন্দ্রাবতীর ঘুম নেই-
কুহকী জালে মুগ্ধতা খুঁজে ফেরি যাযাবরের স্বর্গরাজ্য শেষে;
বিসর্জনের এক নিত্য-নতুন খেলায় মেতে উঠি খেপাটের বেশে ।
চুকে যায় জীবনের লেনদেন, মায়াকান্নারা আত্মসমর্পণ করে রজনীর শেষে;
মুক্তমনা পাখিটা উড়ে চলে যায় সীমানা প্রাচীর ছাড়িয়ে ঐ আকাশে।
সাগরের জলে ভেজা চুলের গন্ধ,
ঝিনুকের পেটে মুক্তোর দাঁত,পাহাড়ের ধারে কান পেতে শুনি প্রায়;
বিবর্ণ কালচে ধুসর মলিন ঠোঁটে চুম্বন যেন নেত্রজল লুকানোর অভিপ্রায়।
অখিল পানে মেঘ করেছে,অচলা জুড়ে অশনিপাতের রোশনাই ;
তন্দ্রাতুর বৃষ্টির জলে যেন-
সখিপুরের চন্দ্রাবতীর চোখের কাজল মুচ্ছা যায়।