আমাদের দ্যাখা হবে-
ঐ ডুমুর গাছের তলে,সুগন্ধি হাসনাহেনা কিংবা সবুজ ঘাসে;
শীতলপাটি বিছিয়ে বসবো পাশে,এই মহামারী শ্যাষে।
আমাদের দ্যাখা হবে-
ভাবলেশহীন কাব্যালাপে মুখরিত চারিদিক চারিধার এক গোধূলির শ্যাষে,
রক্তিম চোখে অনুরাগের মুগ্ধতা খুঁজে নেব তোমার ঐ আকাশে;
আমাদের ফের দ্যাখা হবে-
দীর্ঘশ্বাসে নক্ষত্রের ঝরে পড়ার দিন,রক্তকরবীতে নতুন কুড়ি আসে,এই মহামারী শ্যাষে।
শিশিরের টুপটাপ শব্দ, ঝিঁঝি পোকার ডাক কিংবা জোনাকিপোকার নাচে;
স্নিগ্ধ অনুভব কাব্যিক প্রেমালাপে হারিয়ে যাবো রঙিন এক স্বপ্নের দেশে;
আমাদের আবার দ্যাখা হবে-
একরাশ অভিমানের মেঘ বৃষ্টি হয়ে নামবে ঐ ডুমুরের পাশে,
সিক্ত অনুভব, চোখের নোনা জল যেন বৃষ্টির জলে মিশে;
সুমধুর সমীরণ একটি বসন্তের ঝলমলে সন্ধ্যাকে রাঙিয়ে,
আমাদের আবার দ্যাখা হবে।