আমি এখন বসে থাকি
একটা পুকুর পাড়ে,
রোজ বিকেলে একটা মেয়ে
আসে জলের ধারে।
শুভ্র জলে ধারালো চুল
সন্তর্পণে খেলে,
স্নান টি শেষে জল পরি টা
শাড়ির ডানা মেলে।
জল দর্পণে জল ছবিটা
দেখি চেয়ে চেয়ে,
দেহে মোড়া তাঁতের শাড়ি
এই তো গায়ের মেয়ে।
জলের সাথে গপ্প-সপ্প
মাছের সাথে আড়ি,
সূর্যের সাথে সেই মেয়েটাও
ফিরে চলে বাড়ি।