অন্যায় হয় বৈধ যখন,
ন্যায্যতা নয় ধর্তব্য,
নীরবতা, অতি নিন্দনীয়!
প্রতিরোধ, তখন কর্তব্য।

সৎ জনের নিষ্ক্রিয়তা,
সমাজেতে আনে ধ্বংস।
পঙ্কিল পথে হয় ধাবিত,
বংশের পর বংশ।

লঙ্ঘিত হয় ধর্মের বাণী
পুরুষকার...বিলুপ্ত!
সত্যের হয় পরাজয় রোজ,
প্রতিভা সকলই...সুপ্ত!

নিশ্চেষ্টতা, নিস্তব্ধতা,
আজও এ জগতে নিন্দিত।
পরাক্রম ও অকুতোভয়তা,
সদাই পূজিত, বন্দিত।

তাই, অন্যায় বৈধ যখন,
ন্যায্যতা নয় ধর্তব্য,
প্রতিবাদই জেনো সঠিক কর্ম,
প্রতিরোধই শুধু কর্তব্য।