কান পেতে শোনো কি হায়,
তাঁর নৈঃশব্দ... কত কি যে বলে যায়?
চাও যখন সাহায্য কারও কাছে,
সে কেমন করে নিশ্চুপ হয়ে যায়?

কান পেতে শোনো কি হায়,
তাঁর নৈঃশব্দ...তার কি মানে দাঁড়ায়?
যখন তোমার প্রতিভার আলোকে,
কারও প্রতিভা আপেক্ষিক মূল্য হারায়?

কান পেতে শোনো কি হায়,
তাঁর নৈঃশব্দ... কত কি বোঝাতে চায়?
যখন তুমি শোনাও তোমার কষ্ট-কথা,
আর সে...শোনার ভান করে যায়?

কান পেতে শোনো কি হায়,
তাঁর নৈঃশব্দ... কি তার অভিপ্রায়?
যখন পুনঃ পুনঃ জিজ্ঞাসার পরও,
সে উত্তর দিতে না চায়?

কান পেতে শোনো কি হায়,
তাঁর নৈঃশব্দ... কত কি বলতে চায়?
অধস্তন কাউকে তোমার জিহ্বা,
যখন যা ইচ্ছে তাই বলে যায়?

কান পেতে শুনছি আমি হায়,
তোমার নৈঃশব্দ... কত কি বলে যায়,
যখন পড়ছ তুমি এই কবিতা,
আর তোমার মন...স্মৃতির পাতা ওল্টায়।