ঠাকুরদার ওই কোল,
ঠাকুরমার ওই ঝুলি,
হেসে ওঠা তাঁদের, শুনে
নাতি নাতনির বুলি...

...স্নেহের যে ওই পরশ,
লাগলো কাদের নজর?
কেন তাদের এজলাসে স্থান,
ভাঙছে বুকের পাঁজর?

স্নেহের, ভালবাসার,
আজ বুঝি এই দাম?
পবিত্র তাঁদের মমতা...
...অভিযোগে তাও কাম?

কেমনতর আইন?
এ কেমনতর বিধান?
বিকৃত প্রয়োগে যার
সংসার খান খান?

শীঘ্রই হোক বদল
এমন আইন...এই দাবি।
বাঁচুক ভালবাসা,
স্নেহ, মমতা - সবই।

আসুক আবার ফিরে
ছোট ছোট ওই হাত।
ঠাকুরদা ও ঠাকুরমার সাথে
গল্পের দিন রাত।

তবেই ফিরবে আবার
শান্তির সংসার।
সুন্দর ওই শৈশব...বলি
করো কেউ প্রতিকার।

ফিরিয়ে আনো আবার,
বাবা-মার ওই সাথ,
সঙ্গে ঠাকুরদা, ঠাকুরমার
মমতা, স্নেহের হাত।

তবেই বাঁচবে জীবন,
বাঁচবে মানব সমাজ।
কালকের তরে বদলাও আইন,
সোচ্চার হও আজ!