আমরা যাঁরা সাধারণ,
অনেক কিছুই দেখি,
কখনো কখনো ভাবি,
হচ্ছে এসব একি?

বলতে পারি না যে,
মন্দকে মোরা মন্দ।
জানি, নানান ভারে
ন্যুব্জ আছে স্কন্ধ।

তার পরেতে আর
চাই না কোনো বিরোধ।
জানি হবেই বিবাদ,
মন্দজনের ক্রোধ।

তাঁরাই সঙ্ঘবদ্ধ,
আমরা সবাই একা,
ওদের হাতেই সব,
রোজই এসব দেখা।

তাই তো বুঝেও সবই
যায় না কিছুই বলা,
কেমনভাবে আঁতাত করে
দাপটে ওদের চলা।

জোর জুলুমে ওরা,
চালাচ্ছে যে সব।
আমরা কি আর করব?
সকলে তাই নীরব।