বাবা, তুমি কি জানো,
আমি আছি কত যন্ত্রনায়?
ভালো আর লাগে না মায়ের কথা,
দিন, রাত যায় তার মন্ত্রনায়!

অন্য সবার আছে বাবা,
কেন পাই না দেখতে তোমায়?
কালো-কোট কাকুরা এত খারাপ,
কেন বাবাকে দেখতে দেয় না আমায়?

আমি জানি তুমি খুব ভালো,
তাই মনে লাগে বড় ব্যথা।
রোজ মায়ের ওই অশান্তি,
তোমার বিরুদ্ধে এত কথা!

আজ তাই পাঠালাম এই চিঠি,
জানিনা পাবে কি না পাবে তুমি।
পেলে উত্তর দিও গোপনে,
কিভাবে, তাও লিখে দিলাম আমি।