আমার শরীরের উষ্ণতা বেড়ে বেড়ে হয়ে যায় জ্বর!
ফেলে আসা দিনের কথা তবু মন ভেবে চলে বেঘোর।
ললাটে একখানা কোমল স্পর্শের অভাবে
ফুরিয়ে আসে যেনো প্রাণের সব শক্তি!
তবু হার না মানা স্বভাবে;
মেনে চলি রোজ বেচে থাকার চুক্তি।

সে চলে গেছে, দিয়ে গেছে আড়ি!
আমার দিন কাটে না, একলা লাগে ভারী।
দুটি কাজল টানা চোখ, লুকিয়ে রাখে প্রিয় বিরহের শোক।
আমার ভাঙচোরা মন, একাই করে আলাপন,
আমার অমীমাংসিত সমীকরণ; সমাধানে 'বারণ'।
আমার লুকোনো অভিমান, রয়ে যায় চির গোপন।
তার হাজারো অজুহাত, আমার শূন্য দু'খান হাত।
আমার মন খারাপের কালে, তার ভীষন অবহেলে;
হারিয়ে গেছি রোজ কত শত ব্যস্ততার তলে।
আমার হৃদয় পুড়ে ছাই; তবু তারে না ছুঁতে পাই।

আমার অভিমানেরা আজ হয়েছে নিঃসংকোচ।
হ্যা একাই বাঁচি রোজ, সে নাইবা নিলো খোঁজ!
তারে পাইনি আমি কভূ, আমার দিন চলে যায় তবু!
নাইবা হলো দেখা; আমি চাঁদের মতোই একা।


অসময়ের কলি হয়ে এসে ফুল ফোটার আগেই যে নিয়েছে বিদায়!
কেনো সেই প্রবঞ্চকের তরে আজও প্রাণ কাঁদে হায়!?