দু'নয়ন বারেবারে তবু কেনো জলে ভরে? হায়!
যা কিছু দিয়েছিলে, সব কিছু চেয়ে নিলে।
নিজ হাতে দেবী সাজিয়ে তুমি দিলে বিসর্জন।
রক্তিম দুটি আখি! কেনো ফিরে তাকালে না?
সেই প্রিয় নাম ভুলে, প্রেমেরও চাদর খুলে;
কোন হাওয়া সারা দেহে মাখালে?
বেদনার উত্তরীয় অঙ্গে কেনো মোর জড়ালে?
কোন ভুলে ভুল করে কাটা বনে ফুল খুঁজে ফিরেছি!
ঘর ছাড়া পাখী আজ ফেরে নাতো নিজ নীড়ে!
দু'নয়ন সরোবর শুধু আজ জলে ভরে!
ছাই চাপা তাপে তবু বারেবারে পোড়ে মন।
ছাড়খার করে তারে বেদনার দংশন?
হৃদয়ের গহীন ছুয়ে যে যাতন ডেকে আনে প্লাবন:
তবু তারে কেনো ছেড়ে আসা যায় না?
শীতল বাতাসে বুক চুইয়ে গলে পড়ে আজ-
যে ব্যাথা হয়ে আছে জমা।
স্মৃতি তবু কড়া নেড়ে বারেবারে আসে ফিরে!
একাকী বিলীন হয় পৃথিবীর এতো ভীরে।
বাতাসের সুর তবু কোন গান যায় গেয়ে?
জোছনার চাদ কেনো আঁধারেতে যায় ছেয়ে?
অঙ্গুলী পরশহীন টলটলে জল; সরসীতে শুকায়।
সেই সব দিনেরা কোন অতলে হারায়।
তবু জল ভরা নদী কেনো কূল হারা তৃষ্ণায়?
সব কিছু মেনে নিতে মন কেনো হেরে যায়?